Monday, December 2, 2024
- Advertisment -spot_img

লালগড়ে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: করোনার প্রকোপ এখন বেশ কিছুটা কমলেও, করোনার থেকেও ভয়ংকর পরিস্থিতিতে রয়েছে রক্তের যোগান। মহামারীর এমন পরিস্থিতিতে যেখানে অনেকেই রক্ত দিতে ইচ্ছুক নন তারই সঙ্গে বিধি নিষেধের কথা মেনে সেরকম ভাবে রক্তদান শিবিরের আয়োজনও ঠিক মতো করে উঠতে পারছেন না ক্লাবগুলি। সেক্ষেত্রে রক্তের এই যোগান সঠিক রাখতে লালগড়ের দলীয় কার্যালয়ে রক্ত দান শিবিরের উদ্বোধন করলেন বন প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা।

সঙ্গে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা সহ জেলার যুব সভাপতি শান্তনু ঘোষ তাছাড়াও অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলার ছাত্র সভাপতি আর্য ঘোষ এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। বিনপুর ১ নং ব্লক ছাত্র ও যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে  দলীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়েই প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করা হয়।

লালগড়ে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

যার মাধ্যমে রক্তের যোগান কিছুটা হলেও বাড়বে বলে আশা করাই যায়। এবং তারই সঙ্গে লাগাতার এরকম ভাবেই এলাকার নানান প্রান্ত থেকে এলাকাবাসীদের থেকে শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করলে ব্লাড ব্যাংক গুলিতেও রক্তের সঠিক মাত্রা বজায় থাকবে বলেই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের এহেন কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা।

তাছাড়াও পরবর্তি ক্ষেত্রে যাতে রক্ত দাতাদের সংখ্যা বাড়ে এবং তারা যেন আর ভয় না পেয়ে রক্ত দিতে এগিয়ে আসেন এমন বার্তাও দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।

The incidence of corona is now somewhat less contact, supplying horrible bleeding from corona. There is no trace of bleeding due to the bloody bleeding of Mahamir, but the hair of the camp could not be seen in the enchanted body. Madhav Biswas Biswas of Buddhism and Ghosh and his partners in the storm zone

Binpur No. 1 Block Student and Tribalin Congregation Party Schedule and Tree Planting Program Inauguration of Mid-Village Camp Some blood link with blood should be expected. The bloodshed in the bloodbath of the camp cannot be sustained in the bloodshed of the bloodbath,

but he sees the common man. Burdwan tribal residents for Administrator Heneter. As a result of the climate, half of the children in the field are bleeding and they do not bleed for fear of being attacket

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments