‘
পূর্ব মেদিনীপুর:- নিয়ে সতর্কতা জারি হল দিঘা উপকূলে। পর্যটকদের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে সৈকত জুড়ে মাইকিং করা হচ্ছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। দীঘা কোস্টাল থানার পুলিশ উপকূল জুড়ে নজরদারি শুরু করেছেন ইতিমধ্যেই। এবং প্রশাসনের পক্ষ্য থেকেও দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সতর্কতা নেওয়ার পাশাপাশি স্থানীয় সাইক্লোন সেন্টারগুলিকে প্রয়োজনে দুর্গত মানুষদের সরিয়ে এনে রাখার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে মৎসজীবিদের জন্য জারী করা হয়েছে সতর্কতা। এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন । “যশ”- কে নিয়ে সরকারের সমস্ত প্রস্তুতি তুঙ্গে। আমফানের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা নিয়ে আর কোনো খামতি রাখতে চায় না সরকার।