স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম:- আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায়। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে। সেইমতো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নয়াগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী মাহাতোর নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকরা এবং ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবী অনুপম সিংহ রবিবার সকালে নয়াগ্রাম ব্লকের ১১ নং আড়রা অঞ্চলের কুলডিহা গ্রামের ডোম পাড়াতে গিয়ে ওই এলাকার জনগণকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করা হয়।সেইসঙ্গে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ওই সংগঠনের পক্ষ থেকে কুলডিহা গ্রামে যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।এবং ওই এলাকার সমস্ত মানুষকে স্যানিটাইজার দেওয়া হয়।সেই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলারও আবেদন জানানো হয়।দলের পক্ষ থেকে রাসবিহারী মাহাত বলেন আগামীদিনে নয়াগ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের এই কর্মসূচি আম আমরা চালিয়ে যাবো।তৃণমূল যুব কংগ্রেসের ওই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।