স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম:- যশের জোশ ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীতে সকাল থেকে জলস্রোত বেড়েছে। নদীটির তীরবর্তী ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের চোরচিতা,খুদমরাই,
কুলটিকরি সহ একাধিক গ্ৰাম পরিদর্শন করছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো। সাধারণ মানুষের পাশে সব সময় দাঁড়ান তিনি। এইবার যশ মোকাবিলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। এলাকার সাধারণ মানুষ এই দুর্দিনে তাকে পাশে পেয়ে অত্যন্ত খুশি। মানুষের সমস্যা মেটাতে উঠে পড়ে লেগেছেন বিধায়ক। এছাড়াও অন্যান্য বিধানসভা কেন্দ্রের বিধায়করাও পরিদর্শন উপকূলবর্তী করছেন অঞ্চল গুলিকে। অন্যান্য তৃণমূল কর্মীরা ও সমর্থকরা বিশ্রামহীন ভাবে সকাল থেকে খাটছেন মানুষের জন্য। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তারা সতর্কতামূলক বার্তা দিচ্ছেন। যারা মাটির বাড়িতে থাকেন তাদের নিরাপদ দূরত্বে সরাবার ব্যবস্থাও করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সেফ হোমেরও। তৃণমূলের পার্টি অফিস গুলিতে সব সময় নিযুক্ত থাকছেন তৃণমূলের কর্মীরা। আম্ফান থেকে অভিজ্ঞতা নিয়ে বিপর্যয় মোকাবিলার সবদিক থেকে প্রস্তুত তারা। ঘর ভাঙ্গা, বিদ্যুৎ-সংযোগে ঘাটতি ইত্যাদি সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি দলীয় কর্মীরা। কেবল ভোটের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া নয়, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত তৃণমূল কংগ্রেস – এমন বার্তাই দিচ্ছেন তৃণমূল বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো ও অন্যান্য তৃণমূল সমর্থক-কর্মীর।
যশ মোকাবিলায় এলাকা পরিদর্শনে নামলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো
RELATED ARTICLES