Friday, September 20, 2024
- Advertisment -spot_img

যক্ষা রোগীর পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী

ঝাড়গ্রাম: সুবর্ণরৈখিক পরিবারের পক্ষ থেকে ব্লকের সাঁকরাইলের মানগোবিন্দপুর এলাকায় ১৫ জন যক্ষা রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হল পুষ্টিকর খাদ্য সামগ্রী। সোমবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর এলাকায় সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে ১৫ জন যক্ষা রোগে আক্রান্ত রোগীর পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণ রৈখিক পরিবারের অন্যতম সদস্য বিশ্বজিৎ পাল, শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তী ও সুমন মন্ডল সহ অন্যান্যরা । সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে বিশ্বজিৎ পাল জানান, ঝাড়গ্রাম জেলার ১১০ জন যক্ষা রোগে আক্রান্ত রোগীর পরিবারকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে যক্ষা রোগীরা, পুষ্টিকর খাবার পেয়ে সুস্থ হয়ে উঠতে পারে। তাই সাঁকরাইল ব্লকে সোমবার ১৫ জন যক্ষা রোগে আক্রান্ত রোগীর পরিবারের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যে স্বাস্থ্য দপ্তর থেকে সাঁকরাইল ব্লকের ৮৩ জন যক্ষা রোগে আক্রান্ত রোগীর নাম পাঠানো হয়েছিল আমাদের কাছে। কিন্তু আমরা সবাইকে পুষ্টিকর খাদ্য দিতে পারবো না। যারা একবারে গরিব যাদের সুষম খাবার কেনার ক্ষমতা নেই সেই রকম সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর এলাকায় ১৫ জনকে চিহ্নিত করে ১৫ জনের পরিবার এর হাতে সোমবার সুষম পুষ্টিকর খাদ্য হিসাবে মসুর ডাল, ছোলা, কাঁচা বাদাম , ডিম সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আগামী ছয় মাস যক্ষা রোগে আক্রান্ত ঐ ১৫ জনকে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হবে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments