- পশ্চিম মেদিনীপুর:- করোনা প্রকোপে ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। আর এই দ্বিতীয় পর্যায়ে সংকট দেখা দিচ্ছে টিকার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা মিলছে না বলে অভিযোগ বহু নাগরিকের। এই সংকটকালীন অবস্থায় ১৬০টি টিকার ডোজ চুরির ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। ঘটনাটি ঘটেছ পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে।
- প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ভ্যাকসিনের ডোজ সক্রিয় রাখার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। সেই কারণেই হাসপাতালের রেফ্রিজারেটরে একটি ভায়ালে ১০ জনের টিকাকরণ হয়। সেই হিসেবেই জানা যায় যে চুরি হয়েছে ১৬০টি ডোজ। ওই হাসপাতালেরই এই কর্মী রেফ্রিজারেটর থেকে ভ্যাকসিন আনতে গিয়ে দেখে যে সেখানে একটি ডোজও নেই। তারপর অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় পুলিশকে জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে হাসপাতালের যে ঘরে টিকা সংরক্ষিত ছিলো, সেখানে ছিলো না কোনো সিসি টিভি। ফলতই বাধা পড়ছে তদন্তে।
মেদিনীপুরে করোনার টিকা চুরি!

RELATED ARTICLES