Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

মানবিক উদ্যোগে নজির বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: সংক্রমনের দৌরাত্ম্যে নাজেহাল সাধারন মানুষ। সংক্রমণ রুখতে লকডাউন অন্যতম প্রধান অস্ত্র। সেই লকডাউনে কাজ হারিয়ে দিশেহারা অনেক মানুষ। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। রেশন ব্যবস্থার জন্য বিনামূল্যে চাল মেলায় ভাতের অভাব না থাকলেও আনুষাঙ্গিক দ্রব্যাদিতে টান পড়ছে। মানুষের এই সমস্যা মেটাতে বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে তৃণমূলের তরফে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সবজি। শুধু সবজি নয়, সাথে মাছ, সয়াবিন, সরষের তেল, মসলা তুলে দেওয়া হচ্ছে দুঃস্থ পরিবার গুলির হাতে।

গত এক সপ্তাহ ধরে শুরু হওয়া এই কার্যবিধি পালন করে চলেছেন ৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রতিদিন ২৫০ থেকে ৪০০ পর্যন্ত মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে পেরে অত্যন্ত খুশি দলীয় কর্মী-সমর্থকরা। তাদের বক্তব্য, এই ক্যাম্পের দ্বারা কিছু মানুষের সাহায্য করা গেছে।  ভবিষ্যতে আবার অবস্থা বুঝে এই ক্যাম্প করা হবে। ভোররাত থেকে উঠে দলীয় কর্মীরা গ্রামের চাষিদের থেকে মাল কেনে, কারণ তাতে সবজি একটু সস্তায় পাওয়া যায়। বাজারে ওই মালের দাম অনেকটাই বেশি। দাম একটু কমই পাওয়া গেলে ওই টাকায় আরো বেশি সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া যাবে; এই উদ্দেশ্যকে পাথেয় করেই তারা এই ভাবে কাজ করেন। অপরপক্ষে, মাছের আরত দারদেকে অনুরোধ করা হয় যাতে একটু কমে মাছ দিতে পারে। এভাবে বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতোর উদ্যোগে সাধারণ মানুষের হাতে সব্জি, পুষ্টিকর খাদ্য তুলে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই এই পরিষেবা প্রদান প্রোগ্রাম করা হচ্ছে। এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments