Saturday, April 20, 2024
- Advertisment -spot_img

মানবিকতার দর্পনে সুবর্ণ সেনা

জঙ্গলমহল বার্তা:-  করোনা মহামারী পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন এবং তার  সাথেই শুরু হয়েছে রক্তের সঙ্কট।রাজ্য জুড়ে লকডাউনে কোনো শিবিরের আয়োজন ও করা যাচ্ছেনা।  ফলে দুর্ভোগ আরও বেড়েছে। চারিদিকে যেখানে কেবল অমানবিকতার চিত্র দেখা যাচ্ছে তারই মাঝে কোথাও কোথাও মানুষ যে মানুষেরই জন্য সেই চিত্রও উঠে এল আজ ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামের বাসিন্দা এজাজুল আলি সা সেই যোদ্ধাদের মধ্যেই একজন যাঁরা এই সময়েও মানুষের কথা ভেবে, সহ নাগরিক এর কথা ভেবে এগিয়ে এসেছেন। বিশেষ অসুস্থতায় ঝাড়গ্রামের এক নার্সিংহোমে ভর্তি ছিলেন নুসরত পারভীন খান l নুসরত পারভীন  নিজেও ঝাড়গ্রামেরই বাসিন্দা, রক্তের প্রয়োজনীয়তায়  গ্রূপের সদস্য সৈকত আলি সা এর সঙ্গেই যোগাযোগ  করেন ওনার আত্মীয় l এমন অবস্থায়  থেমে  থাকতে পারেননি   আমারকার ভাষা আমারকার গর্ব  ( সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি ) গ্রূপের সুবর্ণ সেনা l নিজেদের এলাকার জন্য সর্বদাই তারা প্রস্তুত।   সৈকত বাবু এবং গ্রুপের  অন্যতম প্রধান  সদস্য কিশোর সমস্ত আলোচনা পর রক্তদান মিশনের সমস্ত দায়িত্ব নিজেই তুলেনিলেন নিজের কাঁধে। গ্রূপের অতি সক্রিয় সদস্য কিশোর কুমার  রক্ষিত এজাজুল কে নিয়ে আজ ঝাড়গ্রাম হাসপাতালে গিয়ে জরুরি ভিত্তিতে  A+ রক্ত দেওয়ায় এবং ব্লাড ব্যাংকের কর্মীদের তৎপরতায় সফল ভাবে রক্ত দেওয়ার কাজ সম্ভব হয় l এজাজুল আলি সা ওরফে মিঠুন বেলিয়াবেড়া ব্লকের জাহানপুর গ্রামের বাসিন্দা l রোগীর পরিবারের পক্ষ থেকে  রক্তযোদ্ধা এজাজুল সহ গ্রূপের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন l

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments