Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

মানবিকতার অন্য নাম হেরম্ব নাথ চক্রবর্তী কেন নয়?

জঙ্গলমহল বার্তা:- করোনা মহামারীতে বিপর্যস্ত পরিবারগুলির সাহায্যার্থে রামকৃষ্ণ মিশনকে আর্থিক সাহায্য শিক্ষকের। মহামারীরতে যেখানে বিপর্যস্ত  গোটা বিশ্ব। দ্বিতীয় ঢেউতে কার্যত হিমশিম খাচ্ছে রাজ্যl ঘোষিত হয়েছে লকডাউনl কর্মহীন হয়েছেন বহু মানুষl প্রিয়জনকেও হারিয়েছেন অনেকেl এই সমস্ত বিপর্যস্ত পরিবারগুলির সাহায্যার্থে আবারো এগিয়ে এলেন তিনিl তিনি অর্থাৎ হেরম্ব নাথ চক্রবর্তীl ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব বাবুl তিনি করোনা বিপর্যয়ে বিপর্যস্ত মানুষগুলির সেবাকার্যের জন্য  রামকৃষ্ণ মিশনের বাঁকুড়া জেলার জয়রামবাটি শাখায় ত্রিশ হাজার টাকার আর্থিক অনুদান দিলেন। মিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মানুষের সেবাকার্যে রামকৃষ্ণ মিশন নিরলস পরিশ্রম করে চলেছেl এই  বিপর্যয়ের দিনে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে হেরম্ব বাবুর মত একজন শিক্ষকের এই ভাবে এগিয়ে আসা এক দৃষ্টান্ত মূলক ঘটনা। করোনা কালে যেখানে প্রতিদিন সাধারণ মানুষ নানান ভাবে প্রতারণার শিকার হচ্ছেন সেক্ষেত্রে এমন ঘটনা সত্যিই দিনের শেষে মানুষের মুখে হাসি ফোটাতে বাধ্য। লকডাউনে কর্মচ্যুত শ্রমিকের দুরবস্থা, স্বজন হারানো মানুষের কান্না, তাঁর কোমল হৃদয় কে গভীরভাবে প্রভাবিত করেছেl তাই অসহায়, দুঃস্থ পরিবারগুলির সাহায্যার্থে বারবার তিনি ছুটে গিয়েছেন l নিজের সাধ্যমত তাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেনl বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতl করোনা মহামারীর ফলে যখন স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবনের স্বাভাবিক ছন্দ, তখন স্কুলশিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষl

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments