মালদা, ১৭ই জুন:- ১০ই জুন সকালে ভারতে বেআইনিভাবে প্রবেশ করার জন্য মালদা জেলার কালিয়াচক ১নং ব্লকের আকন্দবেড়িয়া পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্ৰাম থেকে বিএসএফরা গ্ৰেপ্তার করেছিলেন হাই জুনেই নামে ৩৬ বছরের একজন চিনা নাগরিককে।হাই জুন চিনের হেবেই প্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশের পুলিশের খাতায় সে ছিল মোস্ট ওয়ান্টেড।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, হান জুনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে যে তার সাথে মাওবাদীদের যোগাযোগ রয়েছে।হাই জুনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের জঙ্গি সংগঠনের বিস্তারিত তথ্য রয়েছে তার কাছে।তার কাছে থেকে একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ, দুটি আইফোন, মানি ট্রানজাকশন মেশিন,একটি বাংলাদেশের সিমকার্ড,১৩০০ ভারতীয় সিমকার্ড, দুটি চিনা সিমকার্ড, দুটি মাস্টারকার্ড, আমেরিকান ডলার, বাংলাদেশের টাকা এবং ভারতীয় টাকা পাওয়া যায়। এছাড়াও মনে করা হচ্ছে হাই জুনের শরীরে লুকোনো রয়েছে কোনো ডিভাইস।
১০ দিনের জন্য হাই জুনকে এসটিএফের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবারই হানের গ্রেফতারের পর তদন্ত ভার নিয়েছে এসটিএফ (STF)।বুধবার মালদহ আদালতে তোলা হয় তাঁকে। এদিন আদালতের নির্দেশে হানকে ১০ দিনের এসটিএফের হেফাজত দেওয়া হল। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবারই হানকে নিয়ে তদন্তের স্বার্থে কলকাতায় নিয়ে গিয়ে দীর্ঘ জেরা করবে এসটিএফ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, একজন বাংলাদেশী দালাল হাই জুনকে ভারতীয় সীমান্তে নিয়ে আসে এরপর এক ভারতীয় দালাল তাকে মিলিক সুলতানপুর পর্যন্ত নিয়ে আসে। পুলিশ সেই দালালের খোঁজে নেমেছে।
______
Malda, June 18, 2021: BSF arrested a 36-year-old Chinese national named Hai Junai from Milik Sultanpur village of Akandaberia Panchayat in Kaliachak Block 1 of Malda district for entering India illegally on the morning of June 10. Hai Jun is a resident of Hebei province in China. He was most wanted in the Uttar Pradesh police register. According to intelligence sources, Han Jun is believed to have links to the Maoists. According to information obtained from Hai Jun, he has detailed information about militant groups in North Bengal. He has a laptop, a pen drive, two iPhones and money transactions. The machine, a Bangladeshi SIM card, 1300 Indian SIM cards, two Chinese SIM cards, two MasterCards, US dollars, Bangladeshi money and Indian money are available. It is also believed that there is a device hidden in the body of High June. High June has been kept in the custody of STF for 10 days. The STF took charge of the investigation after Han’s arrest on Tuesday and he was taken to Malda court on Wednesday. Han was remanded in STF custody for 10 days on a court order. According to sources, the STF will take Han to Kolkata on Thursday for interrogation. According to police sources, a Bangladeshi broker brought Hai Jun to the Indian border and then an Indian broker brought him to Milik Sultanpur. The police are looking for the broker.