স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম : ডুলুং নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে সাঁকরাইলে এক বৃদ্ধার মৃত্যু। বাড়ির সামনের ডুলুং নদী থেকে উদ্ধার ৭০ বছর বয়সের বৃদ্ধার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের (Sankrail Block) কুঠিসাই গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই এদিন শনিবার বাড়ি থেকে ১৫০ মিটার দূরে ডুলুং নদীতে স্নান করতে যান ৭০ বছরের বৃদ্ধা মুটরী পাতর। ডুলুং নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়।
মর্মান্তিক ঘটনা! ডুলুং নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু
READ MORE : ঝাড়গ্রাম ব্লক জুড়ে হাতির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
স্থানীয়রা বাড়িতে খবর দিলে তার পরিবারের লোকেরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডুলুং নদীতে তল্লাশি অভিযান চালিয়ে ওই বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে। নদীতে স্নান করতে এসে তলিয়ে গিয়েই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃষ্টি শুরু হওয়ায় ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।