Monday, December 2, 2024
- Advertisment -spot_img

ব্রেকিং: গোটা রাজ্যের পাখির চোখ হাইকোর্ট, আজ শুনানি হচ্ছে না নারদ মামলার

জঙ্গলমহল বার্তা ডেস্ক: বুধবার গোটা রাজ্যের পাখির চোখ ছিল হাইকোর্ট। দুঁদে আইনজীবীদের প্রায় আড়াই ঘণ্টার আইনি মার প্যাঁচ ও লড়াইয়ের পরও মিললো না স্বস্তি। ফের বৃহস্পতিবার শুনানির দিনক্ষণ জানিয়ে দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে নারদ মামলায় চার নেতার জামিন ঝুলে থাকে সেইদিনও। বুধবারও ফের জেল হেফাজতেই কাটাতে হয় নেতাদের।

কিন্তু আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয় যে অনিবার্য কারণ বশত আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। আদালতের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আজ ডিভিশন বেঞ্চ এজলাসে বসছে না। ফলে কোনও মামলার শুনানি সম্ভব নয়। নারদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন চার নেতা-মন্ত্রী। তাঁদের জামিন স্থগিত রাখা সংক্রান্ত মামলার আজ শুনানির হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একইসঙ্গে নারদ মামলা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সিবিআইয়ের আর্জির ও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন কোনও মামলার শুনানি না হওয়ায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য আজও ঝুলেই রইল। আজকের দিনটিও জেল অথবা হাসপাতালেই কাটাতে হবে তাঁদের।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments