নিজস্ব সংবাদদাতা, পিংলা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত উজান গ্রামে বুধবার সকালে এক আদিবাসী গৃহবধূর অর্ধনগ্ন দেহ বাড়ির অদূরে একটি মাঠে দেখতে পায় গ্রামবাসীরা। পুলিশে খবর দিলে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং সন্ধে ছটার সময় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানান এই গ্রামেরই এক বাসিন্দা এই খুনের সাথে জড়িত। সেই উজান গ্রামে আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রামে আসেন এবং পরিবারের লোকেদের সাথে দেখা করেন। বেঙ্গল ফর বিজনেস নয়
বেঙ্গল ফর বিজনেস নয় বেঙ্গল ফর বোম, শিল্প সম্মেলনের নির্যাস হচ্ছে মূর্খ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
তিনি এসে মৃতের ছবিতে মাল্যদান করেন এবং তার স্বামীর হাতে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন। এবং আগামী দিনে এই পরিবারের পাশে থাকার আশ্বাস ও দেন তিনি। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি তোলে তাহলে আমরা সব রকম সাহায্য করবো। পুলিশ ট্রাক থেকে টাকা তোলা ছাড়া আর কিছুই বোঝেনা। আর পাড়ায় পাড়ায় মদের দোকান করে সরকার শেষ করে দিয়েছে। এরাজ্যে সর্বনাশের মূলে হচ্ছে মদের দোকান।মেয়েরা ঝাঁটা নিয়ে বেড়াতে হবে। সবাইকে লক্ষীর ভান্ডার এর 500 টাকা দিয়ে মুখ সেলাই করে দিয়েছে।
বেঙ্গল ফর বিজনেস নয় , শিল্প সম্মেলনের নির্যাস হচ্ছে মূর্খ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ বিরোধী দলনেতা
নারীশক্তি দেবী শক্তি তারাই পারবে মদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে। ভারতবর্ষে যত সন্ত্রাসী আছে পশ্চিমবঙ্গ থেকে সাপলাই করছে মমতা ব্যানার্জি। এখানকার মেয়েরা বোনেরা আওয়াজ তুলছে তাদের পুলিশের উপর ভরসা নেই সবাই তো আর বিজেপির ভোট আর নয় তৃণমূল এর ভোটার ও আছে তারাও তো অভিযোগ আনছে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি।মহিলা অনাস্থা আনছেন। আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সুযোগ আছে। 356 করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্র।
READ MORE : Jhargram : আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ
READ MORE : মাওবাদী নাশকতা রুখতে জেলা জুড়ে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের তল্লাশি অভিযান
সে সুযোগ সংবিধান দিয়ে গেছে আমি সর্বস্তরে দাবি করছি।পশ্চিম বঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে গেছে সরকার। এমন কোন গ্রাম পাবেন না যেখানে পরিযায়ী শ্রমিক নেই। শিল্পপতিদের বৈঠক নিয়ে কটাক্ষ করে জানালেন অশ্বডিম্ব। প্রীতিলতা জোয়ারদার সেটা আবার কে ছিল। স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেকার কে প্রীতিলতা জোয়ারদার বলছে। শিল্প সম্মেলনের নির্যাস হচ্ছে মূর্খ মুখ্যমন্ত্রী এমনি বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।