শান্তনু দত্ত, কলকাতা: রবিবাসরীয় ছুটি শেষে সোমবারের সকালে মুখভার তিলোত্তমার। একের পর এক বাজের আওয়াজে ঘুম ভাঙল শহরবাসীর। সোমবার ভোর থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ, সোমবার সারা রাজ্যে সপ্তাহের সুচনা হলো বৃষ্টি দিয়েই। ভোর থেকেই মনমরা আকাশ। ফ্যাকাশে মুখ নিয়ে বর্ষণ করে চলেছে সকল থেকে। কিছুদিন আগেই যশের তাণ্ডব লীলা দেখেছে পশ্চিমবঙ্গবাসি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, ঝড়ের প্রভাবে উত্বপ্ততার পারদ নেমেছিল কিছুটা। ভীষণ গরম থেকে খানিক স্নিগ্ধ শান্ত হাওয়ার খোঁজ পেয়েছিল জনজীবন। তবে উষ্ণতার পারদ পুনরায় বেড়ে গিয়েছিল দ্বিগুণ। হাসফাঁস গরমে অতিষ্ট হয়ে পড়েছিল আম জনতা। এই অতিষ্ট গরমের মধ্যে সপ্তাহের সূচনা লগ্নে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুত সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দফতর সূত্রে খবর, আজ দিনভর আবহাওয়া এমনই থাকবে। শুধু এদিনই নয়, সপ্তাহের আগামী কয়েকদিনই এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তর ২৪ পরগণায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কলকাতা হাওয়া অফিস। সোমবার আগামী কয়েকঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সোমবার সকাল থেকে বৃষ্টি জারি থাকবে বলেই জানান হয়েছে। কোলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ইত্যাদি জেলাতেও মাঝারি বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে।
জলপাইগুড়ি সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে আজ থেকে। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ। বৃহস্পতিবার কেরলে ঢুকছে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। নির্ধারিত সময়ের একদিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে ভারতে। কোনও বাধা না থাকায় গতি বাড়িয়ে মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করবে ২৪ ঘণ্টার মধ্যেই। তার আগে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা, তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন আবাংলায় বর্ষা শুরুর সম্ভাব্য দিনক্ষণও জানিয়ে দিয়েছে মৌসম ভবন। স্বাবাবিক নিয়মে বাংলায় বর্ষা ঢোকে ৮ জুন। বিগত দু-বছর ধরে সময়েই ঢুকেছে বর্ষা। এবারও বর্ষার আগমন ঘটতে চলেছে সময় মেনেই। খুব বেশি দেরি হলে ১০-১২ জুন মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। তার আগে আপাতত কয়েকদিন বাংলায় তীব্র গরম থাকতে পারে।
অন্যান্য খবর দেখুন: