জঙ্গলমহল বার্তা ডেস্ক: জেলায় জেলায় চলছে পঞ্চায়েত ভোটের প্রচার। সে ঝাড়গ্রামের নয়াগ্রাম হোক কিংবা জঙ্গলমহল আবার কখনো বা কৃষ্ণনগর সব জায়গাতেই অভিনেত্রী পায়েল সরকার ওনার নিজস্ব সত্ত্বা দিয়ে তৃণমুল কংগ্রেসের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু শেষ দিনে ঝড় বৃষ্টির মধ্যে অভিনেত্রী পায়েল সরকার যে ভাবে দীঘা রামনগরে হেঁটে প্রচার চালিয়ে গেছেন তা সত্যি বলাবাহুল্য।
এদিন উপস্থিত ছিলেন রামনগরের যুব সভাপতি সুপ্রকাশ গিরি, শিক্ষা সেলের কার্যকরী আধিকারিক বিজন সরকার। মা মাটি মানুষের ধারাকে অব্যাহত রাখতে আগামী আসন্ন গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের হয়ে পায়েল সরকার যে ভাবে প্রচার করেছেন সবাই তাতে মুগ্ধ। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এবং যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজনীতির ময়দানে রামনগরের মানুষ যে বিপুল ভোটে তৃণমুল কংগ্রেসকে জয়ী করবে তা বলার অপেক্ষা রাখে না। পায়েল সরকার কে দেখবার জন্য নেমেছিল মানুষের ঢল এবং এত ভালোবাসা পেয়ে পায়েল সরকার সত্যিই আপ্লুত।