নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি থানায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। তফসিলি জাতিভুক্ত সদস্যদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য বুধবার ঝাড়গ্রাম থানায় গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ঝাড়গ্রাম এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। একই ভাবে বৃহস্পতিবার জামবনি থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক দেবনাথ হাঁসদা। উল্লেখ করা যায় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক দেবনাথ হাঁসদা ও রাজ্যের মন্ত্রী বীর বাহা হাঁসদা সম্পর্কে বলেছিলেন ওরা শিশু আমার পায়ের জুতোর তলায় ওরা থাকবে। তারই পরিপেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিধায়ক দেবনাথ হাঁসদা জানান।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামবনি থানায় অভিযোগ দায়ের বিধায়ক দেবনাথ হাঁসদার
আক্রোশ, ব্যক্তিগতভাবে অপমান ও অসম্মান করা। তফসিলি জাতির সদস্যদের বিরুদ্ধে ঘৃণার অনুভূতি, জনসাধারণের সামনে অপমান ও ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। সেই সঙ্গে প্রমান হিসাবে বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের সিডি জমা দেওয়া হয়েছে বলে বিধায়ক দেবনাথ হাঁসদা জানান। সেই সঙ্গে তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কে বিরোধী দলনেতা অসমানিত করেছেন।তাই এস সি,এসটি আইনে এফ আই আর দায়ের করেছি। এনিয়ে জামবনি থানার ভারপ্রাপ্ত পুলিশ অধকারিক বলেন অভিযোগ পত্র টি পেয়েছি ,খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।