Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

বিরল অপারেশনে নজির গড়লো নয়াগ্রাম হাসপাতালের চিকৎসকরা

২৮ জানুয়ারি, ঝাড়গ্রাম: ছিয়াত্তর বয়সী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে ব্লকের মরাপাদা এলাকার বাসিন্দা গোপিনাথ মাহাতো এর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং তার হার্টের রোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। হাঁটতে গিয়ে বাড়িতে স্লিপ করে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। তার পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারবাবুরা ওনার পুরোনো কিছু রোগ থাকা সত্ত্বেও অনেক রিক্স নিয়ে অপারেশন করেছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশনের নাম হেমি আথ্রোপ্লাস্টি। অপারেশনের পর উনি ভালো আছেন।

বিরল অপারেশনে নজির গড়লো নয়াগ্রাম হাসপাতালের চিকৎসকরা

এই ধরণের কঠিন অপারেশন এর ঘটনা নয়াগ্রাম হাসপাতালে এই প্রথম বলে ডাক্তার বাবুরা জানান। নয়াগ্রামের মতো জায়গায় এ ধরনের বিরল অপারশেন হওয়ায়। ওনার বাড়ির লোক জন হাড়ের ডাক্তারবাবু ডক্টর শাশ্বত দত্ত এবং অজ্ঞান বিভাগের ডাক্তারবাবু ডক্টর শুভঙ্কর সামন্তকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। এর ফলে নয়াগ্রাম এর মত একটা হাসপাতালে চিকিৎসার জন্য গ্রামবাসীদের আরো আস্থা বাড়বে বলে ডাক্তার বাবুরা জানান। সেই সঙ্গে ডাক্তারবাবুরা বলেন ওই রোগীর অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তা সত্ত্বেও ভালোভাবে অপারেশন করা হয়েছে , উনি সুস্থ রয়েছেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments