স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো দুবরাজপুরে। ৫ জুন, শনিবার; দুবরাজপুরের কাছে একটি নির্মীয়মাণ দোতলা বাড়িতে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান ৪৮ বছর বয়সী এক নির্মাণ কর্মী কার্তিক বাউরি। স্থানীয় সূত্রে খবর, ওই নির্মাণ কর্মী ওই এলাকাতেই থাকতেন। বাঁকুড়া জেলার এক ব্যক্তি দুবরাজপুরে জায়গা কিনে ঘর ভাড়া দেওয়ার জন্য দোতলা বাড়ি তৈরি করছিলেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীদের অভিযোগ নিকটবর্তী ইলেকট্রিক ডিপার্টমেন্টে যোগাযোগ না করেই বাড়ি প্রস্তুতির কাজ করাচ্ছিলেন বাড়ির মালিক। জানা যাচ্ছে, বাড়ির পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ এর একটি তারে ওই নির্মাণ কর্মীর হাত লেগে যায় হঠাৎ করে। তারপরই মৃত্যু হয় কার্তিক বাউরির। উক্ত ঘটনার খবর পেয়ে পলাতক বাড়ির মালিক। বাড়িটিতে মোট তিনজন নির্মাণ কর্মী কাজ করছিলেন; বিদ্যুৎপৃষ্ট হয়ে কার্তিককে পড়তে দেখে বাকি দুজন কর্মী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ এবং স্থানীয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসাররা। দেহটিকে উদ্ধার করে সরবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।