নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এর সুবর্ণরেখা নদী তীরবর্তী সুবর্ণ রৈখিক ভাষা আমারকার ভাষা আমারকার গর্ব নামে একটি ফেসবুক গ্রুপ।রবিবার ওই গ্রুপ এর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভব পুর ২ ব্লকের আসনবনি গ্রামের বাসিন্দা সুষমা বাগ,সোমা বাগ এবং ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী গ্রামের সুতপা দাস, ঝাড়গ্রাম শহরের রাজশ্রী দাস এই চার মহিলা ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে মাথার চুল দান করলেন।
ফেসবুক গ্রূপের উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন ৪ মহিলা
যেসব ক্যান্সার রোগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায় তাদের পরচুলার জন্য মাথার চুলের প্রয়োজন হয়।তাদেরকে এই চুল দান করার জন্য ফেসবুক গ্রুপের উদ্যোগে এদিন এই চার মহিলা তাদের শখের চুল দান করেন। তারা জানান তাদের মাথার চুল যদি ক্যান্সার আক্রান্তদের সাহায্যে আছে তাহলে তারা নিজেদের ধন্য মনে করবেন। আগামী দিনে তারা এভাবে মানুষের পাশে থাকতে চান। পাশাপাশি ওই ফেসবুক গ্রুপের সদস্য বিশ্বজিৎ পাল অন্যদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।