বিনোদন ডেস্ক : প্রয়াত হলেন গায়ক ও সুরকার বাপী লাহিড়ী । তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর । আজ সকালে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে প্রয়াত হলেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রে জানা গিয়েছে যে , গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সুরকার । সোমবার শারীরিক অবস্থার উন্নতি হয় । চিকিৎসকেরা পরামর্শ অনুযায়ী তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় । কিন্তু মঙ্গলবার স্বাস্থের অবনতি হওয়ার তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসা হয় । তাঁর স্বাস্থ্যের একাধিক সমস্যা ছিল বলে জানা গেছে । অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়ার কারণে ভোর রাতে তাঁর মৃত্যু হয় ।
প্রয়াত গায়ক ও সুরকার বাপী লাহিড়ী
READ MORE : নিভল সন্ধ্যা প্রদীপ , গীতশ্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতের
READ MORE : কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা
গতবছর এপিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । কিছুদিন পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন । ১৯৭০ থেকে ৮০ এর দশকে ছায়াছবিতের জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ী । “ডিস্কো ড্যান্সার ” ,” চলতে চলতে” , শরবি প্রভৃতি সুর দিয়েছেন তিনি । গেয়েছেন একাধিক গান । ২০২০ সালে তাঁর শেষ গান “বাগি থ্রি র জন্য । তাঁর অকালে প্রয়াণে বিনোদন জগতের এক নক্ষত্রত পতন হল । শোকাহত তাঁর পরিবার সহ বিশিষ্ট অনুগামীরা ।