বিনোদন ডেস্ক : বুধবার দিনে যথারীতি কাজ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, লাগাতার বমিও করেন। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে, তবুও হাসপাতালে যেতে অস্বীকার করেন তিনি। তারপর পরিবার সূত্রে জানা যায় রাত ১টা নাগাত দেহত্যাগ করেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৮বছর। যেখানে প্রতিনিয়ত এক এক করে এই সুন্দর পৃথিবী এবং মানবজাতির মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি দিচ্ছেন নাম করা সব চলচ্চিত্রের রত্ন। সেখানে অভিষেকের মৃত্যুর পর আবারও নেমে এসেছে শোকের ছায়া টলিপাড়ায়।
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
আপাতত অভিনেতার দেহ রাখা আছে তার নিজ বাসভবনেই। মৃত্যুর খবর পাওয়ার পরেই তার সহকর্মী থেকে শুরু আপনজনেরা-ও আসতে শুরু করেছেন অভিষেকের বাড়ি। বাংলা চলচ্চিত্রের এককালীন উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিষেক এবং আজ হঠাৎই সেই নক্ষত্র পতনের কারণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। এই বাংলা চলচ্চিত্র কিছুদিন আগেই হারিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-কে এবং আজ আবারও অভিনেতার মৃত্যুর খবরে মন খারাপ বাঙালিদের।