Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

পুলিশের তৎপরতায় ডিজে মাইক ছাড়া নয়াগ্রামের পর্যটন কেন্দ্রগুলিতে হল পিকনিক

অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম: শব্দ দূষণ রুখতে ডিজে মাইক ছাড়া বিগত দশ বছরে এই প্রথমবার নয়গ্রাম থানার পুলিশের তৎপরতায় নয়াগ্ৰামের সুবর্ণরেখা নদী তীরবর্তী পিকনিক স্পট গুলোতে হল পিকনিক।নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষাল এর নির্দেশ মতো পিকনিক স্পট গুলোতে মাইকিং ও পোষ্টারিং করা হয় ডিজে মাইক এর বিরুদ্ধে। সেই মতো সোমবার বড়দিনের দিন ডিজে ছাড়া ডাহি,রামেশ্বর সহ একাধিক জায়গায় পিকনিক হল। পুলিশের পক্ষ থেকে কোন জায়গায় ডিজে মাইক বাজাতে দেওয়া হয়নি। জানা গিয়েছে বিগত দশ বছরের মধ্যে এই প্রথম এরকম কর্মসূচি নিল নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের এই অভিনব উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments