Monday, December 2, 2024
- Advertisment -spot_img

পুলিশের জালে প্রতারণা চক্রের অভিযুক্ত, পেশ করা হল ঝাড়গ্রাম আদালতে

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: প্রতারনা চক্রের পান্ডাকে গ্ৰেফতার করল পুলিশ। ২৯ লক্ষ টাকা প্রতারণা ঘটনায় পশ্চিম বর্ধমান থেকে বিজয় হরিদাস নামে এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে গত ১৯ তারিখে ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে রঘুনাথপুরের বাসিন্দা অভিযোগ দায়ের করেন। তাকে ইনভেস্টমেন্টের নাম করে ২৯ লক্ষ টাকা প্রতারণা করা হয়।অভিযোগ দায়ের পরেই পুলিশ তদন্তে নামেন এবং সেই ফোনের সূত্র ধরেই এক যুবকে গ্রেফতার করেন পুলিশ। সেই মামলাতেই অভিযুক্তকে আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে এই ঘটনার পিছনে বড় রেকেট রয়েছে বলে পুলিশের অনুমান ইতিমধ্যে পুলিশ এই মামলার তদন্ত শুরু করছে এর পেছনে কে বা কারা রয়েছে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments