Monday, December 2, 2024
- Advertisment -spot_img

পহেলা বৈশাখের প্রথম দিনে বেলিয়াবেড়া পুলিশের অভিনব উদ্যোগ

ঝাড়গ্ৰাম : প্রখর রোদের মধ্যে পথ চলা পথচারীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন। পথচারীরা যাতে এই তীব্র গরমের মধ্যে রাস্তায় বেরোলে জল সংকটে না ভোগেন তার জন্য পুলিশের উদ্যেগে থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ শুরু হল। নতুন বছরের প্রথম দিনে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নির্দেশ মতো থানা এলাকার তপসিয়া এবং গোয়ালমারা বাজারের জনবহুল এলাকায় এই পানীয় জল এবং বাতাসা বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। পহেলা বৈশাখের

পহেলা বৈশাখের প্রথম দিনে বেলিয়াবেড়া পুলিশের অভিনব উদ্যোগ

তৃষ্ণার্ত পথচারীদের হাতে জল ও বাতাসা তুলে দিচ্ছেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী

পুলিশ সুত্রে জানা গেছে পুলিশ এই জলসত্র কর্মসূচি চলবে আগামী একমাস কাল সময় ধরে।যাতে পথচারীরা পথে বেরোলে গরমের মধ্যে সহজেই পেতে পারেন বিশুদ্ধ পানীয় জল। উল্লেখ্য,একে গ্রীষ্মকাল এবং তার সঙ্গে টানা কয়েকমাস ধরে দক্ষিণবঙ্গে বর্ষার অভাবে জঙ্গলমহলের জেলা ঝাড়গ্ৰামে চলছে তীব্র তাপপ্রবাহ। জেলায় দিনের সর্বচ্চ তাপমাত্রা এখন প্রায় ৪০ ডিগ্ৰী পৌঁছে যাচ্ছে। পহেলা বৈশাখের

বেলিয়াবেড়া পুলিশের অভিনব উদ্যোগ

READ MORE : গোপীবল্লভপুর হাসপাতালে উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালার আয়োজন

READ MORE : Jhargram : আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ

স্বাভাবিক ভাবেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনে পথে বেরিয়ে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ।এহেন পরিস্থিতিতে পথচারীদের সমস্যার কথা ভেবে থানা এলাকায় এই গ্রীষ্মকালীন পানীয় জল এবং বাতাসা বিতরণের সিদ্ধান্ত নেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী।সেই অনুযায়ী এদিন বছরের প্রথম দিন থেকে তপসিয়া এবং গোয়ালমারা বাজারে শুরু হল জলসত্র কর্মসূচি।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments