জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম: কোভিড পরিস্থিতিতে জঙ্গলমহলে রক্তের অভাব মেটাতে তৃণমূল পরিবারের সদস্যরা রক্তদান করলেন। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রোহিনী সি আর ডি হাই স্কুলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ জানান, এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায়।নয়াগ্রামের ওই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন। তৃণমূল কংগ্রেসের ছাত্র, যুব, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪২জন এদিন রক্তদান করেন।
নেতাজির জন্মদিনে ‘রক্ত দাও’ শিবির সাঁকরাইলে, আয়োজনে তৃণমূল কংগ্রেস
READ MORE : বহিরাগত শ্রমিক আসায় মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে স্থানীয়দের বিক্ষোভ বাঁকুড়ায়
তবে শুধু মাত্র তৃণমূল পরিবারের সদস্যরা রক্তদান করেন। যাতে এই কোভিড পরিস্থিতিতে জঙ্গলমহলের মানুষের রক্তের অভাব না হয় তাই এই কর্মসূচি বলে জানান কমল কান্ত রাউৎ। উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ, অনুপ মাহাত সহ প্রমুখ। নেতাজির জন্মদিনে
মাশরুম চাষে স্বনির্ভরতার পথে উত্তর দিনাজপুরের সুশীলা টুডু
উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার এক শ্রমিক গৃহবধূ সুশীলা টুডু। চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোলামি গছ গ্রামের আদিবাসী গৃহবধূ সুশীলা টুডু আগে স্বামী-স্ত্রী দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। অনেক কষ্টের সংসার তাদের। তাই সুশীলা বাড়তি আয়ের জন্য উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন। মাঠে কাজ করার পরেও স্বামী গঙ্গা হাঁসদা স্ত্রীর এই উদ্যোগের সাহায্যে হাত লাগান। বর্তমানে সুশীলা মাশরুম চাষে বেশ খ্যাতি অর্জন করেছেন। CONTINUE READING