Friday, September 20, 2024
- Advertisment -spot_img

না ফেরার দেশে চলে গেলেন দরবারি ঝুমুরের খ্যাতনামা শিল্পী অজিত মাহাত!

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম: দরবারি ঝুমুর শিল্পী হিসেবে খ্যাত ঝাড়গ্রামের প্রখ্যাত ঝুমুর শিল্পী অজিত মাহাতর অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে। মাত্র ৪০ বছর বয়সে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি তার ঝাড়গ্রামের গোলবাঁন্ধি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন লিভারের রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার এই অকাল প্রয়াণে ঝুমুর জগতের অফুরনীয় ক্ষতি হলো বলে জানিয়েছেন অনেকেই। তিনি শুধু ঝুমুর শিল্পীই ছিলেন না, সমাজকর্মী তথা ঝাড়খন্ড স্টুডেন্ট ফেডারেশনের স্বক্রিয় নেতা ছিলেন। মানিকপাড়া বিবেকানন্দ কলেজে পড়ার সময় থেকেই তিনি এই ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। সে সময় থেকেই শুরু করেন ঝুমুর গানের চর্চা। প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতর কাছে তিনি ঝুমুরের তালিম নিয়েছিলেন। ‘লাল মাটি শাল বন’ সহ তার বেশ কয়েকটি ঝুমুরের ক্যাসেট রয়েছে। অনেকেই তার ভরাট গানের গলায় ঝুমুর গান শুনে দ্বিতীয় বিজয় মাহাতোর জায়গায় থেকে ভবিষ্যৎ খুঁজে পেয়েছিলেন। মধ্যবিত্ত পরিবার। বাবা অবসরপ্রাপ্ত মিলিটারি ছিলেন। তার ভাই সিআরপিএফে চাকরি করতেন। কয়েক বছর আগে তার ভাই পথ দুর্ঘটনায় নিহত হন। বাবা ও ভাইকে হারিয়ে খানিকটা মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন আগেই। মাস দুয়েক আগে মাকে হারিয়ে মানিষিক ভাবে ভেঙে পড়েন। ঝুমুর গানের চর্চার সাথে সাথে তিনি হোম গার্ডে চাকরি করতেন। গত বছর থেকে লিভারের রোগে আক্রান্ত ছিলেন তিনি। তিনি তার পরিবারে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গিয়েছেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments