Monday, December 2, 2024
- Advertisment -spot_img

নাসরির হ্যাটট্রিকে নিভে গেল লাল হলুদের মশাল

শনিবাসরীয় ডার্বিতে এসসি ইষ্ট বেঙ্গলকে ৩-১ গোল এটিকে মোহনবাগান । এসসি ইষ্ট বেঙ্গল হয়ে একটিমাত্র গোল করেন ড্যারেন সিয়োডল । আর এটিকে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিআজকের ম্যাচে শুরু থেকেই দুই দলকে বেশ ছন্দময় ফুটবল খেলতে দেখা যায় । প্রথমার্ধে দুই দলের কাছে প্রচুর সুযোগ এলেও তারা কাজে লাগাতে ব্যর্থ । ম্যাচের ৫ মিনিটের মাথায় পেরোসভিচের বলের শট অমরিন্দর হাতে তালুবন্দি করেন । সুর্বণ সুযোগ এসেছিল নাওরেম মাহেশের কাছে । তবে বল পোস্টে লেগে বাড়িয়ে বেরিয়ে যায় । এরপর অমরিন্দেরকে একা পেয়েও পেনাল্টি বক্সের থেকে বল জালে জড়াতে পারেনি ।নাসরির হ্যাটট্রিকে

নাসরির হ্যাটট্রিকে নিভে গেল লাল হলুদের মশাল

READ MORE : প্রজাতন্ত্র দিবসের দিন নাশকতা রুখতে রেল পুলিশ ও ঝাড়গ্রাম জেলা পুলিশের জোরদার তল্লাশি অভিযান

 READ MORE : Jhargram: সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খেরওয়াল সরেন

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ বাড়ায় এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা । লিস্টনের একটি বাঁকানো শট বারে লেগে উপর দিয়ে চলে যায় । ম্যাচের বয়স যখন ৫৫ মিনিটের আশেপাশে কর্ণার থেকে উড়ে আসা বল হেড দিয়ে গোল করেন এবং লাল হলুদ কে ড্যানিয়েল সিডোয়েল । তবে সমতা ফেরাতে বেশীক্ষন সময় নেয়নি এটিকে মোহনবাগান । ৬৪ মিনিটের মাথায় পরিবর্তে নামা কিয়ান নাসরির প্রথম টাচেই সমতা ফেরায় সবুজ মেরুন । এরপর একটা পেনাল্টি আদায় করে নিয়েছিলেন মোহনবাগান । তবে সেটা হেলায় হারায় ডেভিড উইলিয়ামস । এরপর নিজেদের মধ্যে পাসিং ফুটবল ধীরে ধীরে আক্রমণের শান বাড়াতে থাকে ।

 নিভে গেল লাল হলুদের মশাল

দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ লগ্নে সংযুক্ত সময়ে ঠিক তখনই কিয়ানের জাদু ! ৯০+ ৩’ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করেন ব্যবধান বাড়ান কিয়ান নাসিরি । পরের মিনিটের লাল হলুদের রক্ষনের ধুলো দিয়ে এটিকে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল কিয়ান । এই গোলের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হন কিয়ান ।এই ম্যাচের জয়ের সুবাদে তিন পয়েন্ট কালেক্ট করে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এসেছে মোহনবাগান । পক্ষান্তরে ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে এসসি ইষ্ট বেঙ্গল ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments