Thursday, January 16, 2025
- Advertisment -spot_img

নারী ও শিশু সুরক্ষায় অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে ঝাড়গ্রাম জেলা জুড়ে মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি 

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম – নারী ও শিশু সুরক্ষায় রাজ্য সরকারের অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে রবিবার ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ধর্না ও অবস্থান কর্মসূচি। এদিনের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন শহর মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব সহ এলাকার মহিলারা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম পৌরসভার কাউন্সিলর গৌতম মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।

এছাড়াও নয়াগ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নয়াগ্রামের খড়িকামাথানিতে রাজ্য সরকারের অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে আয়োজিত হয় ধর্না ও অবস্থান কর্মসূচি। উপস্থিত ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, তৃণমূল নেতা সুকুমার বারিক সহ অন্যান্যরা।

পাশাপাশি একই ইস্যু নিয়ে রবিবার গোপীবল্লভপুর ২ ব্লকের রান্টুয়া বাজারে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ধর্না ও অবস্থান কর্মসূচি। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা।

গোপীবল্লভপুর ১ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর বাজারে আয়োজিত হল অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী মুর্মু মান্ডি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, লোকেশ কর সহ অন্যান্য নেতৃত্বরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments