ঝাড়গ্রাম: নয়াগ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া। রবিবার সাতসকালেই হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম ইছামতী বেরা, তার বয়স ৬৫ বছর। রবিবার সকাল ছটা নাগাদ বাড়ি থেকে প্রাতঃকৃত্য সারার জন্য তিনি বেরিয়েছিলেন ।সেই সময় বাড়ির সামনে একটি হাতি আচমকা এসে তাকে শুড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলে মারা যায় ইচ্ছামতী বেরা। ওই বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নয়াগ্রামে হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু
READ MORE : নাসরির হ্যাটট্রিকে নিভে গেল লাল হলুদের মশাল
মৃত সিভিক ভলেন্টিয়ারের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বেলিয়াবেড়া থানার পুলিশ
সেই সঙ্গে তার পরিবারের সকলেই কার্যত শোকে ভেঙ্গে পড়েন। ওই এলাকায় হাতির দল রয়েছে। কয়েক দিন ধরে এলাকায় তাণ্ডব শুরু করেছে।যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটায় হাতির হামলার আশঙ্কা আরো বাড়লো বলে গ্রামবাসীরা জানান। খবর দেওয়া হয়েছে বন দফতরকে ও নায়াগ্রাম থানার পুলিশকে।