স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: কিছুদিন আগে যশের তাণ্ডবে গোটা বাংলার মানুষ। আবার, সেই স্মৃতি উস্কে দিল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ঝড়-বৃষ্টি। জানা যাচ্ছে, রবিবার, ৬ জুন দুপুর থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া। পাশাপাশি চললো এক টানা বৃষ্টি। এই ঝড়ো হাওয়া ও একটানা বৃষ্টির প্রভাবে নয়াগ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল আতঙ্ক। বিশেষ করে সমস্যায় পড়েছেন চাষিরা। এই দিনের ঝড়-বৃষ্টিতে চাষের জমিতে দাঁড়িয়েছে এক হাঁটু জল। কিছুদিন আগে যশ-এর প্রভাবে হওয়া বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। সেই ক্ষতির সামাল দিতে না দিতেই আবার এই বৃষ্টিপাতের জেরে মাথায় হাত পড়েছে চাষী পরিবারগুলির। এছাড়াও, নয়াগ্রাম ব্লকের কলমা পুকুরিয়া স্কুল মার্কেটে ঝড়ো হাওয়ার প্রভাবে বেশকিছু টিনের চাল ভেঙে পড়েছে। বাড়ির উপর গাছ ভেঙে পড়ার ঘটনাও দেখা গেছে ওই এলাকায়। কলমা পুকুরিয়া গ্রামের বাসিন্দা কানু পাইকের বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি, নরসিংহপুরে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
সব খবর সবার আগে দেখার জন্য শুধুমাত্র চোখ রাখুন জঙ্গলমহল বার্তার ফেসবুক পেজে। এখন আপনার ফোনের মুখেই আমাদের ওয়েবসাইট টাইপ করুন, WWW.JANGALMAHALBARTA.IN (এছাড়াও আমাদের দেখতে পাবেন ইউটিউব এ )