Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

দুর্যোগ কাটতে শীতের আমেজ দক্ষিণবঙ্গে

প্রতিবেদন ডেস্ক, কলকাতা: দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিকের পথে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা। আজ , মঙ্গলবার থেকে দক্ষিণ বঙ্গের আকাশ ধীরে ধীরে পরিস্কার হয়েছে। মেঘ কাটার পাশা পাশি অনেকটাই কমবে বৃষ্টি। আবহাওয়া উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হবে হিমেল হাওয়া। ফিরে আসবে শীতের আমেজ। গত কয়েক দিন ধরেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা। তামিলনাড়ু উপর নিম্ন চাপটি অবস্থান করছিল। তা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর চলে এসেছিল। সে কারণেই গত শনিবার থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে বৃষ্টি চলছিল।

আজ, মঙ্গলবার দক্ষিণ বঙ্গের কোথাও কোথাও দু’ -এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া উন্নতি হবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির জেড়ে কমেছে সবোর্চ্চ তাপমাত্রা। ফলে ঠান্ডা অনুভূত হবে সারা দিনই। আকাশ পরিষ্কার হয়েছে বলেই তাপমাত্রা আরও কমবে। ফলে ফিরে আসবে শীতের আমেজ ।

দুর্যোগ কাটতে শীতের আমেজ দক্ষিণবঙ্গে

গত ২৪ ঘন্টায় কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্ৰি কম। এদিন শহরের সর্ব নিম্ন তাপমাত্রাও কমেছে। আজ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপ মাত্রা ফের ২০ ডিগ্ৰির নীচে চলে আসবে। আকাশ পরিষ্কার হয়ে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। শীতের আমেজ

বেলিয়াবেড়া থানার উদ্যোগে বস্ত্র বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

সন্ধান চাই নিখোঁজ তারকা প্রার্থী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় নামে পড়লো পোস্টার

পরের খবর – বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘে ঢাকা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

পুষ্পেন্দু মজুমদার, কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘে ঢাকা। উপকুলীয় জেলা উওর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ শুক্রবার মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেড়েই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আর এই মেঘলা আবহাওয়ার কারণেও বাধাপ্রাপ্ত হয়েছে শীতের পথচলা। রাজ্যের বিভিন্ন জেলায় আগের দিন থেকে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত শীতভাব কমই থাকবে বলে মত হাওয়া অফিসের। Continue Reading

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments