স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর বিধানসভার কেশিয়াপাতাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল দিদির সুরক্ষা কবজ প্রকল্পের। রবিবার কেশিয়াপাতা তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক করেন গোপীবল্লবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কমল রাউৎ, গোপীবল্লভপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং, সহ-সভাপতি কালিপদ সুর, সাঁকরাইলের তৃনমূল নেতা অনুপ মাহাতো সহ অন্যান্য তৃণমূল কর্মী ও নেতারা।
আগামী ১১ জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার শুরু হবে সারা রাজ্য ও ঝাড়গ্রাম জেলার পাশাপাশি গোপীবল্লবপুর বিধানসভাতেও। সাংসদ বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং তৃণমূলের বুথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার চালাবেন। ছয়টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্য সাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডার সহ ছয়টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোনো মানুষ যাতে কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ যাতে পায় সেদিকে খতিয়ে দেখতে দিদির দূতেরা বিভিন্ন গ্রামে গ্রামে যাবে।