Monday, December 2, 2024
- Advertisment -spot_img

দারিদ্র্যের অন্ধকার থেকে রূপালী পর্দায় উজ্জ্বল নক্ষত্র জঙ্গলমহলের বিদ্যুৎ মহাপাত্র

বিনোদন ডেস্ক: বিদ্যুৎ মহাপাত্র, বর্তমান সময়ের জঙ্গলমহলের একজন জনপ্রিয় অভিনেতা, তাঁর সাফল্যের যাত্রা শুরু করেছিলেন দারিদ্র্যের অন্ধকার থেকে। ছোট্ট এক গ্রামে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম আমদাপালে জন্ম নেওয়া বিদ্যুৎ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন তিনি বড় পর্দায় নিজের পরিচয় গড়বেন। কিন্তু এই স্বপ্ন পূরণের পথ সহজ ছিল না। পরিবারের আর্থিক সংকট, সমাজের অবহেলা এবং সুযোগের অভাবে তাঁকে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিদ্যুতের জন্ম একটি অতি সাধারণ কৃষক পরিবারে। তাঁর বাবা ছিলেন একজন দিনমজুর, যাঁর আয় দিয়ে সংসার চলত কষ্টে-সৃষ্টে। বিদ্যুৎ ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, কিন্তু দারিদ্র্যের কারণে শিক্ষা গ্রহণ ছিল খুবই কঠিন। কখনো স্কুলে যাওয়ার জন্য বই কিনতে না পারা, কখনো খাবারের অভাবে পড়াশোনা ছেড়ে মজুরির কাজে যাওয়া—এসব ছিল তাঁর জীবনের নিত্যদিনের সঙ্গী। কিন্তু ছোটবেলা থেকেই অভিনয়ে স্বপ্ন দেখেছিলেন বিদ্যুৎ। বিদ্যুতের জীবনের অন্যতম বড় মোড় এই শহরে আসা। মাত্র কয়েকটি টাকা হাতে নিয়ে কলকাতায় পাড়ি দেন তিনি। কলকাতায় এসে এক বন্ধু তাঁকে একটি ছোট বিজ্ঞাপনী সংস্থায় কাজের সুযোগ করে দেন। সেখান থেকে তাঁর পরিচয় হয় স্থানীয় থিয়েটার গ্রুপের সঙ্গে। বিদ্যুৎ থিয়েটারে অভিনয় করতে শুরু করেন এবং নিজের প্রতিভা আরও শানিত করেন।

 প্রথম ব্রেক ও সাফল্য কিভাবে হয়? তাঁর জীবনের মোড় ঘুরে যায়, যখন একটি ছোট প্রযোজনা সংস্থা তাঁকে একটি স্বাধীন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেয়। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল না হলেও বিদ্যুতের অভিনয় সকলের নজর কাড়ে। তারপর একের পর এক টেলিভিশন সিরিজ এবং ছবিতে কাজ করার প্রস্তাব আসতে থাকে। বর্তমানে জঙ্গলমহলের দরিদ্র পরিবারের বিদ্যুৎ মহাপাত্র শুধুমাত্র একজন সফল অভিনেতা নন, বরং তিনি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments