মদন মাইতি, এগরা: বছরের প্রথম মাসটি রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারির ১ তারিখে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার কিছুদিন পরেই ৫ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বুধবার সকাল থেকেই নেত্রীর জন্মদিন উপলক্ষে দলের অন্দরে খুশির হাওয়া বইছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে পালিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বুধবার কেক কেটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করে এগরা শহর তৃনমূল ছাত্র পরিষদ। জন্মদিন পালনে শুধুই কেক কাটা নয়। করোনা সংক্রমণের জেরে বর্তমানে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে
আরও খবর: বাঁদর ডাক্তারের ভরসা, বাঁকুড়ায় রোগী দেখছে বাঁদর
আরও খবর:বিরল দৃষ্টান্ত! একই সঙ্গে এক মা জন্ম দিলেন তিন শিশুর
ছোট ছোট ছেলে মেয়েরাও রয়েছে এই মুহূর্তে ঘরবন্দী। তাদের মুখে মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলো এগরা শহর তৃনমূল ছাত্র পরিষদ। এদিন এগরা কলেজ তৃনমূল ছাত্র পরিষদের কার্যালয়ের সামনে প্রায় ৫০ জন কচিকাচার হাতে পেন, পেন্সিল, খাতা ও বই তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি উদয় পাল। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে খুশি কচিকাচারাও। এছাড়া এলাকার দরিদ্র পরিবার গুলোর কথা মাথায় রেখে শীতের হাত থেকে বাঁচাতে এদিন প্রায় ৫০ টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়
দলনেত্রীর জন্মদিন পালনে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এগরা শহর তৃনমূল ছাত্র পরিষদের
রাজ্যের মূখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্ম দিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিন পালন করলো পূর্ব মেদিনীপুর জেলার,পটাশপুর 2 নং ব্লকের পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কমিটি, পঁচেট ৪ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও মানবতার গর্ব মমতা সংগঠনের পটাশপুর বিধানসভার পক্ষ থেকে। পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পঁচেট অঞ্চলের তৃণমূল সভাপতি নীলমাধব দাস অধিকারী কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিন পালন করে
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নীলমাধব দাস অধিকারী, পঁচেট ৪ নং অঞ্চলের উপ প্রধান প্রনপ কর,পঁচেট ৪ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও মনবাতার গর্ব মমতা পটাশপুর বিধানসভা কেন্দ্রের সভাপতি সন্তু মাইতি, তৃণমূল নেতা জনাব মুকলেশুর রহমান, পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ST সেলের সভাপতি সুকলাল হেমরম, পঁচেট অঞ্চলের তৃণমূল নেতা অনাথ বন্ধু সিট, তৃণমূল নেতা পিজুশ দাস।দলনেত্রীর জন্মদিন পালনে