অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম: গোপীবল্লভপুর এক ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তামাক প্রতিরোধে সচেতনতা শিবিরের আয়োজন গোপীবল্লভপুরের বাবুডুমরো হাই স্কুলে। এদিন নেশা মুক্ত করতে ও স্কুলের বাচ্চাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে আয়োজন করা হয় তামাক বিরোধী সচেতনতার শিবির। এছাড়াও স্কুলের চারপাশে নেশা মুক্তি ও তামাক সচেতনতা বিষয় নিয়ে পোস্টারিং করা হয়। ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ছিলেন ডাঃ আকাশ রঞ্চন মাহাতো,ডাঃ মহুয়া সামন্ত, অন্বেষা ক্লিনিকের কাউন্সিলর সুপর্ণা গরাই, স্বাস্থ্যকর্মী সুমনা দণ্ডপাঠ, সুজাতা ঘোষ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ওই শিবিরে ডাক্তার আকাশ রঞ্জন মাহাতো বলেন, ছাত্র ও যুব সমাজ কে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।নেশা করলে কি কি মানুষের শরীরের ক্ষতি করতে পারে তা ওই শিবিরে উপস্থিত ডাক্তাররা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।