নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : ট্যুরিস্টদের কারো সাথে দেখা করার আমন্ত্রণ ছিলো কি না তা জানা যায়নি। তবে নিজের বুকিং ছিলো না সেটা নিশ্চিত। কিন্তু দুপুর বেলা রমলাল(স্থানীয় লোকের দেওয়া হাতির নাম) নিজেই উপস্থিত হয় ঝাড়গ্রামের গড়শালবনী এলাকার একটি বেসরকারি অতিথি শালায়।
দুপুরে গেট কিপার না থাকায় তার গেট কেউ খুলে দেয়নি। রোদে কতক্ষণ আর অপেক্ষা করা যায়। তাই বিশাল লোহার দরজা নিজেই শুঁড় দিয়ে ঠেলে খেুলে চলে এলেন ভেতরে।
ট্যুরিস্টদের সাথে দেখা করতে গেস্টহাউসে রামলাল?
READ MORE : মাওবাদী নাশকতা রুখতে জেলা জুড়ে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের তল্লাশি অভিযান
READ MORE : স্বামী জেলে , অন্য পুরুষের সঙ্গে লিভ ইনে থাকাকালীন খুন নৃত্যশিল্পী
এই বিশেষ অতিথি কে দেখে তো সকলের চক্ষু কপালে। তার জন্যই বানানো এই এই অতিথি নিবাস মনে করে নিজের মতো ঘুড়ে দেখতে থাকলো রামলাল। বাগানের সব্জি, জল, ফল দিয়ে অতিথি সৎকার ও করে নিলো নিজেই। যতোই হোক অতিথি দেব ভব বলে কথা। রামলালের জন্য খবর যায় বনদফতর এর কাছে।
গেস্টহাউসে রামলাল?
READ MORE : দোল খেলতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ কাউন্সিলরের কয়েকজন লোকের বিরুদ্ধে
ততক্ষণে ঐ অতিথিনিবাসের লোকজন যেমন কিছুটা আতঙ্কিত ঠিক তেমনি জঙ্গলের হাতি কে এত কাছ থেকে দেখার সুযোগ টা কেউ হাতছাড়া করেনি। এর পর কোনো রকম কোনো ক্ষতি নাকরে বনকর্মী দের ডাকে সাড়াদিয়ে পাশ্ববর্তী জঙ্গলে বিকেলের হাটা টা সারতে রওনা দেয়।