Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

টি- টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড- নিউজিল্যান্ড

পুস্পেন্দু মজুমদার, স্পোর্টস ডেস্ক:- টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখো মুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সীমিত ওভারের ম্যাচে বেশ কিছু দিন ধরে ভালো খেলে আসা নিউজিল্যান্ডের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখন পর্যন্ত অধরা। এবার খেতাব জয়ের লক্ষ্যে পূরণের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে গত বারের রানার্স আপ ইংল্যান্ড এবার বিশ্ব কাপের প্রথম থেকেই ফর্মে। শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও এবার খেতাব জিততে মারিয়া মরগ্যান বাহিনী

টি- টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড- নিউজিল্যান্ড

এবার বিশ্বকাপে প্রথম থেকেই ভালো খেলে আসছে মরগ্যান বাহিনী। পরপর ৪ টি ম্যাচ জিতে নেট রাননেট বাড়িয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে তারা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও গ্ৰুপ লিগ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে ওঠে ইংল্যান্ড। অন্যদিকে এবারেশুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। পাকিস্তানের কাছে হার দিয়ে বিশ্ব কাপ অভিযান শুরু করলেও পরের ম্যাচে ভারতকে হারিয়ে দেয় কিউইরা। এরপর আর পিছনে ফিরে তাকাইনি এই দল। পরপর ৪ টি ম্যাচ জিতে গ্ৰুপ লিগের দ্ধিতীয় পর্বে থেকে দ্ধিতীয় স্থান দখল করে সেমিফাইনালে পৌছায়

ঝাড়গ্রাম ইকোপার্কে বনমহোৎসব কর্মসূচির সূচনা করলেন রাজ্যের বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা

শিলিগুড়িতে কিক বক্সিং প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ১৪ জন প্রতিযোগি ১৮ টি পদক লাভ করলো

ঝাড়গ্রামের জঙ্গলে নির্মিত হিন্দি সাসপেন্স থ্রিলার, রোম শিহরিত সিনেমা, ফিল্মটি একবার দেখে আসুন এম এক্স প্লেয়ারে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড ২১ বারে মুখো মুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে ১২ বার জয় পেয়েছে ইংল্যান্ড এবং ৭ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১ টি করে ম্যাচ পরিত্যক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাঁচবার দেখা হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। এতে ৩ বার জয়ী ইংল্যান্ড , ৪ বার জয়ী নিউজিল্যান্ড। ২০১৬ সালে এই দুই দলও সেমিফাইনালের মুখ দেখেছিল সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে দ্ধিতীয় বারের মতো ফাইনালে ওঠে ইংল্যান্ড। আবুধাবির মাঠে এই দুই দলের কাছে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। পরে নিয়মিত শিশির পড়া কারণে টসে জেতা দল চাইবে আগে ব্যাটিং করতে, মত ক্রিকেট বিশেষজ্ঞদের

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments