Monday, March 24, 2025
- Advertisment -spot_img

টিম ছত্রছায়ায় উদ্যোগে মেদিনীপুর শহরের বেশ কিছু এলাকাকে জীবাণুমুক্ত করতে করা হয় স্যানিটাইজ

স্টাফ রিপোর্টার, পশ্চিম মেদিনীপুর: বুধবার টীম ছত্রছায়ার মেদিনীপুর ইউনিটের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বেশ কিছু বাড়িতে স্যানিটাইজ করা হয়। শহরের বরিশাল কলোনী তে একটি বাড়ি, কুইকোটাতে একটি বাড়ি, রবীন্দ্র নগর এ একটি বাড়ি, জর্জকোর্ট এলাকায় একটি ফ্ল্যাটে, এল আই সি মোড়ের অটো ইউনিয়নের অফিসে, একটি চায়ের দোকানে ও ট্রাফিক পুলিশ বুথে স্যানিটাইজ করা হয়। শিক্ষক দেবাশীষ মণ্ডল ও শিক্ষক সন্তোষ ভকত এর উদ্যোগে বুধবার স্যানিটাইজেশন প্রোগ্রাম চলে। উল্লেখ্য যে করোনার দ্বিতীয় ঢেউ মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় বেশ থাবা বসিয়েছে। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। কিছু মানুষ করোনার সাথে লড়াই এ হেরে আমাদের ছেড়ে চলে গেছেন। এই পরিস্থিতিতে ছত্রছায়ার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। উল্লেখ্য যে মেদিনীপুর ছাড়াও শালবনীর বিভিন্ন এলাকা, চন্দ্রকোনা রোড, ও গড়বেতার বেশ কিছু অংশে ছত্রছায়ার স্যানিটাইজেশন চলছে। সেইসাথে ছত্রছায়ার রান্নাঘর প্রকল্পে বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়ার কর্মসূচী চলছে। সংস্থার প্রতিষ্ঠাতা এডমিন নুতন ঘোষ সহ তার সমস্ত টিম মেম্বার এক হয়ে এই কর্মসূচী সংঘটিত করে চলেছেন। তাদের এই মহতী উদ্যোগ এগিয়ে চলুক আরো বৃহৎ আকারে বলে মেদিনীপুর শহরের বাসিন্দারা আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments