জঙ্গলমহল বার্তা ওয়েব ডেস্ক: প্রবল গরমে নাজেহাল সকলে। লকডাউনে ঘরে টেকাও কঠিন হয়ে পড়ছিলো সাধারণ মানুষের। এরই মাঝে কুয়াশা কেটে আলোর দিশা দেখলো ঝাড়গ্রামবাসি। মরসুমি বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। হালকা ঝড়ো হাওয়ার সাথে প্রায় আধঘন্টার টানা বৃষ্টি ভিজিয়ে দিলো ঝাড়গ্রাম বাসির হৃদয়। অসহ্য গরমের হাত থেকে খানিক রেহাই পেল তারা।
টাপুর টুপুর বৃষ্টি ঝাড়গ্রামে, সুখের খোঁজ পেলো সাধারণ মানুষ
RELATED ARTICLES