স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: বিধানসভা ভোটে ভরাডুবির পর, আজ আবারও জঙ্গলমহলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিধানসভা ভোটের পর বিজেপির ভরাডুবি হয়েছে জঙ্গলমহলেও। ফলবশত নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর বিজেপি নেতাদের আর সেভাবে দেখা যায়নি। দীর্ঘদিন পর আজ আবারও তারা জমায়েত করেন ঝাড়গ্ৰাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে।রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কে কেন্দ্র করেই জমায়েত হয় বলে জানান এলাকাবাসীরা। খড়গপুর থেকে আজ ঝাড়গ্রামে দলীয় কার্যকর্তাদের নিয়ে মিটিং এ বসেন তিনি। কিভাবে মানুষের কাজ করে চলবেন তারা পরবর্তী কালে, বিপর্যয়ের এই সময়ে কিভাবে তারা মানুষের পাশে দাঁড়াবেন সেই বিষয়েই তারা আজ এই দলীয় কার্যালয়ে আলোচনা সভাটি রাখেন। ওখানেই সাংবাদিকরা তাকে আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত কিছু প্রশ্ন করলে তিনি কিছু উত্তর দেবেন না বলে জানান, তবে তিনি এটুকুই বলেন যে, “আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি কিছু বলব না, কিন্তু তাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করা অবশ্যই উচিত।” তবে সভাস্থলে দিলীপ ঘোষ এলে আগে যে পরিমাণ ভিড় চোখে দেখা যেত, কার্যত আজ তার এক অংশ ও ছিলোনা দলীয় কার্যালয় জুড়ে।