স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: মঙ্গলবার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ করা হয়েছে ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯৫ জন, বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫৭ জন।বর্তমানে ২৭১জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা কমছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।সেই সঙ্গে সকলকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকার এর বিধি নিষেধ গুপি মেনে চলার জন্য ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে ।সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয়েছে ।এছাড়াও রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে ব্যবসায়ীদের দোকান খুলে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করার ও আবেদন জানানো হয়েছে ।ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।