Monday, November 11, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্ৰাম জেলা জুড়ে সূচনা হল দুয়ারে রেশন প্রকল্প

  • জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন নির্বাচনে তারা আবার ক্ষমতায় এলে তারা এই দুয়ারে রেশন প্রকল্পটি শুরু করবেন। ঠিক তার কথা মতোই, প্রথমে এই প্রকল্প উত্তরবঙ্গে শুরু হয়। এবং আজ ঝাড় গ্রামে এই প্রকল্পের কাজ শুরু হয়। বিনপুর দুই ব্লকের রতনপুর গ্রামের সাতবাকি মৌজায় আজ সকালে সমস্ত মালপত্র নিয়ে রেশন ডিলার সাধন দন্ডপাঠ পৌঁছে যান। পাড়ার মাঝেই এক জায়গায় শুরু হয় রেশন বিলির প্রক্রিয়া। প্রথম পরীক্ষামূলক হওয়ায় ব্লক ,মহাকুমা, জেলা খাদ্য নিয়ামক আধিকারিক রাও স্বয়ং সেখানে উপস্থিত  ছিলেন। পাড়ার মধ্যে যারা রেশন নিতে আসতে পারেননি, তাদের বাড়িতে পৌঁছে যান রেশন ডিলার সাধন । বাড়িতে না থাকায় দুটি পরিবারকে রেশন দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাদের পক্ষে,  তবে সপ্তাহের অন্য দিন দোকান থেকে রেশন তুলতে পারবেন তারা। ঝাড়গাম ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাধন দণ্ডপাট জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে রেশন পৌঁছে যাবে খুব সহজেই।  যদিও এই পরিষেবা দিতে গেলে তাদের লেবার  ও পরিষেবার  খরচ অনেকটাই  বেড়ে যাবে। যে পরিমাণ মালপত্র নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সেক্ষেত্রে  তা বেশ কষ্টদায়ক তাই এক্ষেত্রে পরিষেবা দিতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। যারা আজ দুয়ারে রেশন পেলেন সকলে ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে এবং তারা বলেন যে – “মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করে দিলেন যে কন্যাশ্রী , সবুজ সাথী , দুয়ারে সরকার এবং দুয়ারে রেশনও শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বক্তৃতার মধ্যেই থেমে থাকেনি এটা সবার মধ্যে পৌঁছে গেছে এবং এর থেকে প্রমাণ যে মুখ্যমন্ত্রী ভোটের প্রচার করে থেমে থাকে না তিনি সকলের কথাই  ভাবেই  এবং কাজে নয় করে দেখান। “
RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments