Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্ৰামে জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্ৰেপ্তার ২

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: যশ পরবর্তী সময়ে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল গুলিও বিপদের মুখে পড়েছে। চাষের জমিতে জল ঢুকে গিয়ে প্রবল ক্ষতি হয়েছে কৃষির। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত নানান সমস্যার কথা জানা গেছে। জমি সংক্রান্ত নানান বিবাদের কথাও উঠে এসেছে বিভিন্ন স্থান থেকে। এমনই একটি ঘটনা ঘটে ঝাড়গ্রামের কনাডোবা গ্রামে। জমি সংক্রান্ত বিষয়ে বচসার জেরে ঝাড়গ্রাম শহরের কনাডোবা গ্রামে দুই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ঘটনায় একজন গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। উভয় পক্ষেরই একজন করে ব্যক্তিকে উক্ত ঘটনার জেরে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে মহামান্য বিচারপতি তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বর্তমানে ঐ দুই ব্যক্তি জেল হেফাজতেই রয়েছে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments