ঝাড়গ্রাম : বিধানসভা নির্বাচনের আগে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে এসে বলেছিলেন , ঝাড়গ্রাম জেলার মানুষ স্বাস্থ্য দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। সাধারণ মানুষের কোন একটা সমস্যা হলে ছুটে যেতে হয় কলকাতা, নাহলে কটক কিন্তু ঝাড়গ্রাম জেলায় যদি একটা মেডিকেল কলেজ তৈরি করা হয় তাহলে হয়তো সাধারণ মানুষ কে আর বাইরে যেতে হবেনা চিকিৎসার জন্য। ঝাড়গ্রাম জেলা
ঝাড়গ্রাম জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক
READ MORE : সম্পত্তির লোভে হাত পা ভেঙেও শান্তি হয়নি, খুন করে বাড়ির সেফটিক ট্যাঙ্কে ফেলেদিল ছেলেরা!
READ MORE : লালগড়ে এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন, তা আজ সফল হতে বেশিদিন নেই, ইতিমধ্যে ঝাড়গ্রামে মেডিকেল কলেজের কাজ শুরু হয়ে গেছে। আর সেই সব স্বাস্থ্যপরিসেবা বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ ঝাড়গ্রামে এলেন স্টার্টিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি,ঝাড়গ্রাম এসে সমস্ত দিক খতিয়ে দেখে একটি আলোচনা মিটিং করেন সমস্ত ডাক্তার দের নিয়ে।
খতিয়ে দেখতে ঝাড়গ্রামে এলেন বিধানসভার স্বাস্থ্য বিধায়ক স্ট্যান্ডিং কমিটির ৭ জন সদস্য
READ MORE : বাংলা শান্তি চায়, হিংসা চায়না, ঝাড়গ্রামে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বলেন সায়নী ঘোষ
আর এই মিটিংয়ে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাতো, এবং জেলার সমস্ত ডক্টর সহ উচ্চপদস্থ আধিকারিকরা। গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাতো জানান ঝাড়গ্রাম জেলায় পিছিয়ে পড়া সাধারণ মানুষকে আর স্বাস্থ্যের জন্য বাইরে যেতে হবে না, বিনে পয়সায় ঝাড়গ্রামে সমস্ত চিকিৎসা হবে,মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন সাধারণ মানুষকে তা খুব শীঘ্রই সফল হবে।