Friday, September 20, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্রামে বিদ্যুৎ দপ্তরের নামে জালিয়াতি, আটক ৩

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম: লকডাউনে সার্ভে করতে এসে লকআপে যেতে হলো এক মহিলা সহ তিনজনকে। ঝাড়গ্রামের বাধগোড়া এলাকার নয়াগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে তিনজন তরুণ তরুণী বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকটি বাড়ির মিটারের রেজিষ্টার নাম্বার জানতে চায়। তাদের দাবি, বিদ্যুৎ দপ্তর থেকেই তাদের এরূপ কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে গ্রামে বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক যুবক বিদ্যুৎ দপ্তর থেকে খবর নিয়ে জানতে পারে সেখান থেকে এরূপ কোনো সার্ভে করার নির্দেশ কাউকে দেওয়া হয়নি। সর্বোপরি লকডাউন চলছে বলে সর্বপ্রকার বাইরের কাজ তারা স্থগিত রেখেছে। এরপরই গ্রামবাসীদের প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়ে ওই তিন তরুণ তরুণী এবং তাদের একটি ঘরে আটকে রাখা হয়। অঞ্চলে ঝড়ের বেগে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা স্থলে পুলিশ এসে ওই তিন তরুণ তরুণী কে গ্রেপ্তার করে, ফলে উত্তেজনার উপসম হয় কিছুটা। তবে কি উদ্দেশে তারা এই সার্ভে করতে নেমেছিল তা প্রাথমিক তদন্তে জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments