স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: রবিবার বেলা তিনটার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের লালবাঁধ অঞ্চলের মুড়াকাটি ও কিশোরীপুর এলাকায়। ওই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে এক মহিলা। মৃত দুইজনের মধ্যে একজন হলেন জামবনি থানার লালবাঁধ অঞ্চলের মুড়াকাটি গ্রামের সুনীল মাহাতো, তার বয়স ৩৬ বছর, মৃত অপরজন হলেন মদন রানা, তার বয়স ৪০ বছর, তার বাড়ি জামবনি থানার লালবাঁধ অঞ্চলের কিশোরী পুর গ্রামে। আহত মহিলার নাম প্রতিমা মাহাতো তার বয়স ৪০ বছর, তার বাড়ি জামবনি থানার মুড়াকাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে যখন রবিবার মাঠে বীজতলার জন্য তারা কাজ করছিল তখনই মাঠে বাজ পড়ে।যার ফলে সুনীল মাহাতো ও মদন রানা বাজ পড়ে মাঠেই মারা যায়। প্রতিমা মাহাতো নামে এক মহিলা আহত হয়।তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে । তার অবস্থা সঙ্কটজনক। বাজ পড়ে দুজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে
ঝাড়গ্রামে বজ্রাঘাতে মৃত্যু ২, আহত এক মহিলা
RELATED ARTICLES