Monday, December 2, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় বেঅাইনি স্পঞ্জ অায়রন কারখানার লরিতে চাপা পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু। এলাকায় উত্তেজনা। রাস্তা অবরুদ্ধ। ঘটনাস্থলে পুলিশ। মঙ্গলবার পথ দূর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম লোধাশুলির রাজ্য সড়কের মাঝে জিতুশোল এলাকায় রাজ্য সড়কের উপর। দ্রুতগতিতে কারখানায় মাল নিয়ে আসা একটা ট্রাকের তলায় বাইক আরোহী দুইজন যুবক চাপা পড়ে যায়। যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়। মৃতযুবকদের এখনো কোনো পরিচয় জানাযায় নি। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও স্থানীয় রা বেপরোয়া কারখানার গাড়ি চালানোর বিহিত চায়। তাদের অভিযোগ পুলিশ রাস্তায় বাইক থেকে টাকা নিতে ব্যাস্ত থাকে।বেপরোয়া কারখানার ট্রাক নিয়ে কোনো মাথা ব্যাথাই থাকেনা তাদের। একাধিক বার এখানে এই বেঅাইনি কারখানার গাড়ি তে দূর্ঘটনা ঘটেছে।তার পরেও পুলিশের তরফে কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। তারপর অাজ ফের দূর্ঘটনা ঘটলে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। দুর্ঘটনার পর ঝাড়গ্রাম লোধাসুলি মেন রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ঝাড়্গ্রাম  থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পলাতক বলে স্থানীয় সূত্রে জানা যায়।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments