নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ২৬ জুন আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। তাই শনিবার আন্তর্জাতিক মাদক-বিরোধী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে জেলার প্রতিটি থানা থেকে একটি করে মাদকবিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন বেলপাহাড়ি, নয়াগ্রাম, বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর সহ প্রতিটি থানার পুলিশ অফিসাররা।
শনিবার সকাল থেকেই প্রতিটি থানা কেন্দ্রিক এলাকা গুলি থেকে একটি করে পদযাত্রা বেরোতে থাকে। এই দিনটি পালন করার প্রধান কারণ হলো সাধারণ মানুষকে মাদক নিয়ে সচেতন করা সহ মাদক পাচারের ভয়াবহ প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল করা এবং প্রতিরোধের ব্যবস্থা করা। এককথায় মাদক বিরোধী দিবসে জনগণকে সতর্ক করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে বেলিয়াবেড়া এলাকার বিভিন্ন স্থানে মাদক প্রতিরোধ দিবস পালন হয়। এছাড়াও নয়াগ্রাম থানার আইসি প্রসূন মৈত্রের নেতৃত্বে নয়াগ্রামের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়। পদযাত্রার মূল শ্লোগান ছিল, “মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন।”
পরের খবর-“গোপীবল্লবপুর” বাসি বাড়ি থেকে আর বের হতে পারবেন না! কেনো? জানতে হলে লিঙ্কে ক্লিক করে দেখুন
ঝাড়গ্রামে জেলা জুড়ে পালন হল মাদক প্রতিরোধ দিবস
গোটা পৃথিবী জুড়ে আজ এই মাদক পাচার এক অত্যন্ত ভয়ংকর রূপ নিয়েছে। যেসব দেশ গুলিতে অর্থের অভাবে জীবন সংগ্রামের পথ বেছে নিয়েছেন বহু সংখ্যক মানুষ, এবং নিরাপত্তার অভাবে যা আটকানো যায় না সেক্ষেত্রে বিপদ আরও বেশি লক্ষ্যনীয়। সমীক্ষায় দেখা গেছে মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা এবং বাড়ে অপরাধ ও অপরাধীদের সংখ্যাও। আন্তর্জাতিক স্তরে মাদক বিরোধী দিবস পালনের উদ্দেশ্য, সমস্যাটির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা, এবং বিভিন্ন স্তরে আলচনার মঞ্চ গড়ে তোলা। যার এক ছোট্ট নজির গড়লেন ঝাড়গ্রাম জেলার পুলিশ প্রশাসন।
পরের খবর-দলমার চল্লিশটির দাঁতাল হাতি বিনপুর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে চাঞ্চল্য