ঝাড়গ্রামে ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা, চাঞ্চল্য
ঝাড়গ্রাম: সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের জঙ্গল কুড়চিবানি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে, সাঁকরাইল এর কুড়চিবনি গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর দেহরির সাথে তার ছেলে বিশ্বজিৎ দেহরির প্রায় অশান্তি লেগেই থাকত ।
শনিবার সন্ধ্যা নাগাদ বাবা ও ছেলের মধ্যে শূরু হয় প্রচন্ড ঝগড়া। সেই সময় বাবা কুড়ুল দিয়ে নৃশংস ভাবে ছেলেকে কোপাতে থাকে। স্থানীয় বাসিন্দারা বিশ্বজিৎ দেহরিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বাবা ঝাড়েশ্বর দেহরিকে সাঁকরাইল থানার পুলিশ আটক করেছে। তবে কী কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। তবে বিশ্বজিৎ দেহরির অবস্থা খুবই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।