স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: হাসপাতালের সামনেই মাইক বাজিয়ে নাচ কালী পুজো কমিটির সদস্যদের। করোনা বিধির তোয়াক্কা নাকরে ঝাড়গ্রামে সুপারস্পেশালিটি হাসপাতাল ও করোনা হাসপাতালে সামনে তীব্র স্বরে মাইক বাজিয়ে উদ্যাম নৃত্য কালি পুজা কমিটির সদস্য দের। পাশাপাশি মানিক পাড়ায় এক সাথে প্রায় হাজার লোকের জমায়েত করে ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য। দু জায়গায় অাটক, সিজ। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী রাত ১০ টার পর মাইক বাজানো মানা। তার উপর হাসপাতালের সামনে তো নয় ই। সেই নিয়ম না মেনে ঝাড়গ্রাম শহরে একটি কালি পুজা কমিটি গভীর রাত পর্যন্ত উসৃঙ্খলা চালিয়ে যায়।
রাতে ঝাড়গ্রাম থানার অাইসি গিয়ে ক্লাব সদস্য দের অাটক করে সমস্ত কিছু সিজ করে কেস রুজু করে। নব চেতনা নামে এই ক্লাবের নিজস্ব কোনো জায়গা নেই। বাচ্চা দের একটি পার্ক দখল করে কালি পুজো করে। এই পার্কের ১৫০ মিটারের মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। করোনা হাসপাতাল। পার্ক চত্বর ঘিরে অ্যাডিসনাল এস পি, এস ডি ও, এস ডি পি ওর বাংলো। তার পরও এই করোনা অাবহে নিয়ম না মেনে রাতে এলাকায় জমায়েত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। ঝাড়গ্রামে করোনা
ঝাড়গ্রামে সাঁওতালী ভাষার স্বীকৃতি দিবস উদযাপন
NORTH 24 PARGANAS: দোকানের শাটার ভেঙে দুঃসাহসী চুরি ঠাকুরনগর বাজারে, চাঞ্চল্য
বাদাম কাকু হরফে ভুবন বাদ্যকার এর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, কেশব দে-র
শিলিগুড়িতে কিক বক্সিং প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ১৪ জন প্রতিযোগি ১৮ টি পদক লাভ করলো
সাবধান! ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থেকে খাঁচা ভেঙে পালিয়ে গেল বাঘ, ভয়ে কাঁপছে ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে করোনা কে উপেক্ষা করে উদ্দাম নাচ কালীপূজা কমিটির সদস্যদের
হাসপাতালে র রোগীরা মাইকের অাওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠে। এর পরেই কড়া মনো ভাব নেয় ঝাড়গ্রাম থানার অাই সি। নাগরিক কমিটির তরফ থেকে অধ্যাপক পার্থব্রত মাইতি পুলিশের এই ভুমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন বাচ্চা দের খেলার পার্কে পুজোর অনুমতি দেওয়া অন্যায় হয়েছে। অপর দিকে প্রশাসন বারবার বলা সত্ত্বেও করোনা বিধিকে বুড়ো অাঙ্গুল দেখিয়ে হাজার খানেক লোক নিয়ে গভির রাত পর্যন্ত ডিজে র অাসর বসায়। শেষে পুলিশ গিয়ে সব বন্ধ করে